কুরআন ইনডেক্স

সূরহ্ আল বাক্বরহ্

ডান পাশের আইয়াত নং ক্লিক করে সরাসরি QURAN.COM থেকে পড়ুন, পছন্দের ক্বরীর তিলাওয়াত শুনুন, তাফসীর অধ্যয়ন করুন

সূরহ্ আল-বাক্বরহ্ ইনডেক্স

ক্রমিক প্রসঙ্গ আয়াত নং
1 হিদায়াতের পরিচয় ও তাকওয়া শর্ত 2:1–5
2 কাফিরদের অবস্থা 2:6–7
3 মুনাফিকদের পরিচয় 2:8–20
4 মানবজাতিকে ইবাদতের আহ্বান 2:21–22
5 কুরআনের সত্যতা প্রমাণ 2:23–24
6 মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদ 2:25
7 অবিশ্বাসীদের অবস্থা 2:26–27
8 আদম আঃ সৃষ্টির ঘটনা 2:30–33
9 ফেরেশতাদের সিজদার ঘটনা 2:34
10 আদম-হাওয়া আঃ এর ভুল ও পৃথিবীতে প্রেরণ 2:35–39
11 বনী ইসরাঈলকে নেয়ামতের স্মরণ 2:40–41
12 বনী ইসরাঈলকে কুরআনে বিশ্বাসের আহ্বান 2:41–42
13 সলাত কায়েম ও যাকাত প্রদান নির্দেশ 2:43
14 সৎকাজের উপদেশ অন্যকে দিয়ে নিজে পালন না করা 2:44
15 সবর ও সলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা 2:45–46
16 আল্লাহর নেয়ামতের স্মরণ করিয়ে দেওয়া 2:47
17 ফিরআউনের অত্যাচার ও মুক্তি 2:49–50
18 বনী ইসরাঈলের গরুর কাহিনী 2:67–71
19 আল্লাহর নিদর্শন অস্বীকার করা 2:72–73
20 কিতাবীদের হৃদয় কঠিন হওয়া 2:74
21 আল্লাহর আয়াত গোপন করার শাস্তি 2:76–77
22 আল্লাহর বাণী বিকৃতকারীদের পরিণাম 2:78–79
23 তাদের গর্ব যে অল্পকাল আগুন ছোঁবে 2:80–82
24 ইসরাঈল জাতির অবাধ্যতা 2:83–86
25 মূসা আঃ এর প্রতি কিতাব দান 2:87
26 তাদের নবীদের হত্যার ইতিহাস 2:91
27 ইব্রাহীম আঃ এর পরীক্ষা 2:124–126
28 কাবা শরীফকে কেন্দ্র বানানোর দোআ 2:127–129
29 ইব্রাহীম আঃ এর ধর্ম অনুসরণের আহ্বান 2:130–133
30 বনী ইসরাঈলের গর্ব ভ্রান্ত 2:135–136
31 তারা রাসূলগণকে ভাগ করেছে 2:137
32 আল্লাহর রং 2:138
33 তাদের মিথ্যা যুক্তি 2:139–141
34 কিবলার পরিবর্তন 2:142–150
35 উম্মাহর দায়িত্ব 2:151–152
36 সবর ও সলাতের নির্দেশ পুনরায় 2:153–157
37 সাফা-মারওয়া 2:158
38 আয়াত গোপনকারীদের শাস্তি 2:159–162
39 তাওহীদ ও শিরকের ব্যাখ্যা 2:163–167
40 আল্লাহর নেয়ামতের বিবরণ 2:168–172
41 হারাম খাদ্য (মৃত প্রাণী, রক্ত, শূকর, আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই) 2:173
42 আল্লাহর আয়াত গোপনকারীদের শাস্তি 2:174–176
43 সৎকর্ম ও দানশীলতার উপকারিতা 2:177
44 কিসাস (প্রতিশোধ আইন) 2:178–179
45 উইল/ওসিয়তের বিধান 2:180–182
46 রোজা ফরজের নির্দেশ 2:183–185
47 রমাদান মাসে কুরআন নাজিল 2:185
48 দোআ কবুলের ঘোষণা 2:186
49 রোজার রাতের বৈবাহিক সম্পর্ক 2:187
50 সম্পদ হারামভাবে ভক্ষণ নিষিদ্ধ 2:188
51 চাঁদ দেখা → সময় নির্ধারণ 2:189
52 আল্লাহর পথে ব্যয় 2:195
53 হজ্জ ও উমরাহর বিধান 2:196–200
54 আল্লাহর স্মরণ 2:200–203
55 আল্লাহর পথে যুদ্ধ 2:190–194
56 মদ্যপান ও জুয়ার ক্ষতি 2:219
57 এতিমদের সম্পদ 2:220
58 বিবাহে মুশরিক নারী-পুরুষ নিষিদ্ধ 2:221
59 হায়েজ সংক্রান্ত বিধান 2:222
60 স্ত্রী-স্বামী সম্পর্কের নিয়ম 2:223
61 আল্লাহর শপথকে তুচ্ছ কাজে ব্যবহার নিষিদ্ধ 2:224–225
62 তালাকের বিধান 2:229–232
63 দুধ মায়ের বিধান 2:233
64 ইদ্দতকাল বিধান 2:234–235
65 নফল দান ও ক্ষমা 2:236–237
66 সলাতের হিফাজত 2:238–239
67 তালুতের নেতৃত্ব 2:246–251
68 আল্লাহর সিংহাসন (আয়াতুল কুরসী) 2:255
69 ইমানদারদের জোরপূর্বক ধর্মান্তর নয় 2:256
70 আল্লাহর পথে ব্যয়ের উপমা 2:261–274
71 রিবার (সুদ) নিষেধাজ্ঞা 2:275–279
72 দেনা-পাওনা লেনদেনের দলিল 2:282
73 জামানত ও সাক্ষী 2:283
74 ঈমানদারদের ঘোষণা (আমানা) 2:285
75 শেষ দোআ 2:286

সূরহ্ আল-বাক্বরহ্ (রিং কম্পোজিশন) ইনডেক্স

আয়াত নং সারসংক্ষেপ মূল বিষয় সারসংক্ষেপ আয়াত নং
1 – 20 ঈমানদার, কাফের ও মুনাফিকদের পরিচয় < ঈমান ও কুফর > ঈমানদারদের ঘোষণা ও দো‘আ 285 – 286
21 – 39 আল্লাহর একত্ব, সৃষ্টির নিদর্শন, আদমের পরীক্ষা < আল্লাহর সৃষ্টি ও নিয়ামত > আল্লাহর পথে ব্যয়, দুনিয়া–আখিরাতের ভারসাম্য 254 – 284
40 – 103 বানী ইসরাঈলের ইতিহাস, শিক্ষা ও বিধি–বিধান < বিধান ও শরীয়ত > আহকাম: কিসাস, রোজা, হজ্জ, তালাক, দান, যুদ্ধ, লেনদেন 178 – 253
104 – 141 ইবরাহীম আঃ ও পূর্ববর্তী নবীদের পরীক্ষা < পরীক্ষা ও ধৈর্য > সবর, ধৈর্য ও আল্লাহর সাহায্য 153 – 177
142 – 152 : কিবলা পরিবর্তন — উম্মাহর পরিচয় ও পরীক্ষার চূড়ান্ত ঘোষণা

আয়াতুল কুরসী (সূরহ্ আল-বাক্বরহ্ 2:255)

একটি পরিপূর্ণ রিং কম্পোজিশন

اللَّهُ لَا إِلَـٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ

আল্লাহ – তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক–পোষক।

لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ

তাঁকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করতে পারে না।

لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ

আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে, সবই তাঁর মালিকানাধীন।

مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ

কে আছে, যে তাঁর অনুমতি ছাড়া তাঁর কাছে সুপারিশ করতে পারবে?

يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ

তিনি জানেন তাদের সামনে ও পেছনে যা আছে।

وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ

তাঁর জ্ঞানের কোনো কিছুকেও তারা আয়ত্ত করতে পারে না, যতটুকু তিনি ইচ্ছা করেন তা ছাড়া।

وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ

তাঁর কুরসী আসমানসমূহ ও জমিনকে পরিব্যাপ্ত করেছে।

وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا

তাদের হেফাজত করা তাঁর জন্য মোটেও কষ্টকর নয়।

وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

আর তিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী, মহাবিজ্ঞানময়।

সূরহ্ আল-বাক্বরহ্ প্রাসঙ্গিক জিজ্ঞাসা ও সরাসরি সূরহ্ এর আইয়াত থেকে উত্তর

উত্তরঃ

اللَّهُ لَا إِلَـٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ
সম্পূর্ণ আইয়াত, বিশেষ অংশ হাইলাইট (2:255)

উত্তরঃ

الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ
ঈমানদাররা গোপনকে বিশ্বাস করে, সলাত প্রতিষ্ঠা করে, যা দিয়েছি তা থেকে ব্যয় করে। (2:3)

উত্তরঃ

وَالَّذِينَ كَفَرُوا أَمْوَالُهُمْ وَأَوْلَادُهُمْ لَا يَغْنُونَهُمْ عَنِ اللَّهِ شَيْئًا
যারা কাফের, তাদের ধন ও সন্তান আল্লাহর কাছে কোনো সাহায্য করতে পারবে না। (2:5)

উত্তরঃ

يَا بَنِي آدَمَ خُذُوا زِينَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ
হে আদম সন্তানেরা! প্রতি মসজিদের সামনে তোমরা তোমাদের সাজসজ্জা গ্রহণ করো। (2:2)

উত্তরঃ

وَإِذْ نَجَّيْنَا الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ
আমরা যাদেরকে ঈমানদার দেখেছিলাম, তাদের উদ্ধার করেছি যারা ভয়ভীত ছিল। (2:49)

উত্তরঃ

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ
হে ঈমানদাররা! তোমাদের উপর রোজা ফরজ করা হলো। (2:183)

উত্তরঃ

وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ
মানুষদের জন্য কাবা হজ্জ ফরজ। (2:196)

উত্তরঃ

الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُم بِاللَّيْلِ وَالنَّهَارِ
যারা তাদের ধন ব্যয় করে, রাত ও দিন। (2:274)

উত্তরঃ

وَالَّذِينَ كَفَرُوا أَعْمَالُهُمْ كَانَتْ فَاسِدَةً
যারা কাফের, তাদের কাজ নষ্ট। (2:10)

উত্তরঃ

وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ
ধৈর্য এবং সলাত দ্বারা সাহায্য প্রার্থনা কর। (2:45)

উত্তরঃ

الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ
যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। (2:117)

উত্তরঃ

وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ
আমরা মানুষের সৃষ্টি করেছি এবং আমরা জানি তার অন্তরে যা আছে। (2:77)

উত্তরঃ

مَنْ يَشَاءُ يُذِبْهُ وَمَنْ يَشَاءُ يُحْيِيهِ
যাকে ইচ্ছা মারা দেন, যাকে ইচ্ছা বাঁচান। (2:258)

উত্তরঃ

وَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
আল্লাহর ভয় কর এবং আমার আদেশ মান। (2:282)

উত্তরঃ

وَعِنْدَهُ مَفَاتِحُ الْغَيْبِ
আল্লাহর কাছে অজানার চাবিকাঠি আছে। (2:255)

উত্তরঃ

فَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ
তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ স্মরণ কর। (2:152)

উত্তরঃ

إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَآيَاتٍ
আসমান ও জমিনের সৃষ্টিতে নিদর্শন আছে। (2:164)

উত্তরঃ

اللَّهُ يَرَى مَا تَعْمَلُونَ
আল্লাহ তোমাদের কাজগুলো দেখেন। (2:231)

উত্তরঃ

وَتَوَكَّلُوا عَلَى اللَّهِ
আল্লাহর ওপর ভরসা কর। (2:2)

উত্তরঃ

فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
আল্লাহর ভয় কর এবং আমার আদেশ মান। (2:282)

উত্তরঃ

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ
হে ঈমানদাররা! তোমাদের উপর রোজা ফরজ করা হলো। (2:183)

উত্তরঃ

وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ
মানুষদের জন্য কাবা হজ্জ ফরজ। (2:196)

উত্তরঃ

الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُم بِاللَّيْلِ وَالنَّهَارِ
যারা তাদের ধন ব্যয় করে, রাত ও দিন। (2:274)

উত্তরঃ

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا تَدَايَنتُم بِدَيْنٍ
হে ঈমানদাররা! যখন ঋণ নাও তখন সতর্ক হও। (2:282)

উত্তরঃ

وَأَشْهِدُوا شَهِيدَيْنِ مِن رِّجَالِكُمْ
তোমাদের মধ্যে দুইজন পুরুষকে সাক্ষী বানাও। (2:282)

উত্তরঃ

لِلرِّجَالِ نَصِيبٌ مِمَّا تَرَكَ الْوَالِدَانِ وَالْأَقْرَبُونَ
পুরুষদেরও উত্তরাধিকার পাওয়া আছে। (2:180)

উত্তরঃ

وَإِن طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ
যদি নারীদের তালাক দাও এবং তাদের মেয়াদ শেষ হয়ে যায়। (2:231)

উত্তরঃ

وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ
আল্লাহর নিয়ামত স্মরণ কর। (2:152)

উত্তরঃ

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا تَدَايَنتُم بِدَيْنٍ فَاكْتُبُوهُ
হে ঈমানদাররা! যখন ঋণ নাও, তা লিখে রাখো। (2:282)

উত্তরঃ

فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
আল্লাহর ভয় কর এবং আমার আদেশ মান। (2:282)

উত্তরঃ

وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ
আমরা তোমাদেরকে কিছু ভয় ও ক্ষুধা দ্বারা পরীক্ষা করব। (2:155)

উত্তরঃ

وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ
ধৈর্য এবং সলাত দ্বারা সাহায্য প্রার্থনা কর। (2:45)

উত্তরঃ

وَإِذْ نَجَّيْنَا الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ
আমরা যাদেরকে ঈমানদার দেখেছিলাম, তাদের উদ্ধার করেছি যারা ভয়ভীত ছিল। (2:49)

উত্তরঃ

وَلَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ
এবং নিশ্চয়ই আল্লাহ ঈমানদারদের ওপর অনুগ্রহ করেছেন। (2:248)

উত্তরঃ

وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلَنَا بِالْبَيِّنَاتِ
আমরা অবশ্যই আমাদের নবীদের প্রমাণসহ প্রেরণ করেছি। (2:213)

উত্তরঃ

الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ
যারা গোপনকে বিশ্বাস করে এবং সলাত প্রতিষ্ঠা করে। (2:3)

উত্তরঃ

الَّذِينَ كَفَرُوا أَمْوَالُهُمْ وَأَوْلَادُهُمْ لَا يَغْنُونَهُمْ عَنِ اللَّهِ شَيْئًا
যারা কাফের তাদের ধন ও সন্তান আল্লাহর কাছে সাহায্য করতে পারবে না। (2:5)

উত্তরঃ

فَاتَّبِعُوا رُسُلَ اللَّهِ
আল্লাহর নবীদের অনুসরণ কর। (2:136)

উত্তরঃ

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ
যারা ঈমানদার এবং সৎ কাজ করে। (2:25)

উত্তরঃ

وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ
আল্লাহ ও তাঁর রসূলের আদেশ মেনে চল। (2:285)

উত্তরঃ

فَوَلِّ وُجُوهَكُمْ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ
তোমাদের মুখ কিবলা-এমাসজিদুল হারাম-এর দিকে করো। (2:144)

উত্তরঃ

وَذُوقُوا نِعْمَتَ اللَّهِ
আল্লাহর অনুগ্রহ ভোগ কর। (2:261)

উত্তরঃ

مِنْ أَمْوَالِهِمْ حَقًّا عَلَى السَّائِلِ وَالْمَحْرُومِ
তাদের ধনের একটি অংশ অসহায় ও দুস্থের জন্য ফরজ। (2:267)

উত্তরঃ

الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ
যারা তাদের ধন আল্লাহর পথে ব্যয় করে। (2:261)

উত্তরঃ

وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ
হে ঈমানদাররা! সবাই আল্লাহর দিকে তাওবা কর। (2:222)

উত্তরঃ

يُنفِقُونَ أَمْوَالَهُمْ طِوَالَ اللَّيْلِ وَالنَّهَارِ
তারা তাদের ধন ব্যয় করে, রাত ও দিন। (2:274)

উত্তরঃ

وَلَا يَأْكُلُ الْمَالَ الْمِسْكِينُ إِلَّا بِالْحَقِّ
দারিদ্র্যতার মাল অন্যায়ভাবে কেউ গ্রহণ করতে পারবে না। (2:273)

উত্তরঃ

وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ
আল্লাহ ও তাঁর রসূলের আদেশ মেনে চল। (2:285)

উত্তরঃ

وَجْهَكُمْ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ
তোমাদের মুখ কিবলা-এমাসজিদুল হারাম-এর দিকে। (2:144)

উত্তরঃ

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنْفِقُوا مِن طَيِّبَاتِ مَا كَسَبْتُمْ
হে ঈমানদাররা! তোমরা যা অর্জন করেছ তা থেকে খাঁটি ব্যয় কর। (2:267)

উত্তরঃ

اللَّهُ لَا إِلَـٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ
আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই; তিনি চিরজীবী, সবকিছুর উপর রক্ষাকারী। (2:255)

উত্তরঃ

لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ
তাঁকে নিনিদা বা ঘুম ধরতে পারে না। (2:255)

উত্তরঃ

لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ
আকাশ ও পৃথিবীর সমস্ত কিছু তাঁর। (2:255)

উত্তরঃ

مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ
তার অনুমতি ছাড়া কে কোনো শফা করতে পারে? (2:255)

উত্তরঃ

يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ
তিনি জানেন যা তাদের সামনে এবং যা তাদের পেছনে। (2:255)

উত্তরঃ

لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا
আল্লাহ কোনো আত্মাকে তার সামর্থ্যের চেয়ে বেশি দায়িত্ব দেন না। (2:286)

উত্তরঃ

رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا
হে আমাদের রব! যদি আমরা ভুল করি বা ভুলে যাই, তবে আমাদের শাস্তি দিও না। (2:286)

উত্তরঃ

رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا
হে আমাদের রব! আমাদের উপর বোঝা চাপিও না যেমন পূর্ববর্তীদের ওপর চাপিয়েছিলে। (2:286)

উত্তরঃ

رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ
হে আমাদের রব! আমাদের ক্ষমতার বাইরে কিছু দায়িত্ব চাপিও না। (2:286)

উত্তরঃ

آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ
রসূলও বিশ্বাস করলেন যা তার রব থেকে অবতীর্ণ হয়েছে। (2:285)

👉দীন প্রচারে অংশ নিন, শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *