তোমাদের রবের কাছ থেকে এসেছে উপদেশ ও আরোগ্য এবং হিদায়াত ও রহমত

Jonah (10:57) يَـٰٓأَيُّهَا ٱلنَّاسُ قَدْ جَآءَتْكُم مَّوْعِظَةٌۭ مِّن رَّبِّكُمْ وَشِفَآءٌۭ لِّمَا فِى ٱلصُّدُورِ وَهُدًۭى وَرَحْمَةٌۭ لِّلْمُؤْمِنِينَ ٥٧ O mankind! there hath come to you a direction from your Lord and…

সৃষ্টিকর্তাকে ভয় করো নিশ্চয়ই তিনি সার্বক্ষনিক দেখছেন . . .

The Women (4:1) يَـٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱتَّقُوا۟ رَبَّكُمُ ٱلَّذِى خَلَقَكُم مِّن نَّفْسٍۢ وَٰحِدَةٍۢ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًۭا كَثِيرًۭا وَنِسَآءًۭ ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ٱلَّذِى تَسَآءَلُونَ بِهِۦ وَٱلْأَرْحَامَ ۚ إِنَّ ٱللَّهَ…

তোমরা বৈধ ও হালাল আহার করার মাধ্যমে তোমাদের প্রকাশ্য শত্রু শয়তানকে প্রতিহত করো!

হে মানুষ! পৃথিবীর মধ্যে যা বৈধ ও পবিত্র, তা হতে আহার কর এবং শাইতানের পদাঙ্ক অনুসরণ করনা, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু।

হে মানুষ! তোমাদের স্রস্টার দাসত্বে নিবেদিত হও যাতে নিরাপত্তা লাভ করতে পারো!

The Cow (2:21) يَـٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱعْبُدُوا۟ رَبَّكُمُ ٱلَّذِى خَلَقَكُمْ وَٱلَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ ٢١ O ye people! Adore your Guardian-Lord, who created you and those who came before you,…