أَسْتَغْفِرُ اللَّهَ
আমি আল্লহ্র নিকট ক্ষমা চাই।
৩ বার
اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالإِكْرَامِ
হে আল্লহ! আপনি সালাম, আপনার পক্ষ থেকেই সকল শান্তি। হে মহিমাময় ও সম্মানিত সত্তা, আপনি বরকতময়।
১ বার
سُبْحَانَ اللَّهِ
আল্লহ্ পবিত্র।
৩৩ বার
الْحَمْدُ لِلَّهِ
সকল প্রশংসা আল্লহর।
৩৩ বার
اللَّهُ أَكْبَرُ
আল্লহ্ সবচেয়ে বড়।
৩৪ বার
لَا إِلٰهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
একমাত্র আল্লহ ছাড়া কোন উপাস্য নেই, তাঁর কোনো শরীক নেই, রাজত্ব ও সকল প্রশংসা তাঁরই, এবং তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান।
১ বার
لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ، وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
আল্লহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই, রাজত্ব ও প্রশংসা শুধুই তাঁর, তিনিই জীবন দেন ও মৃত্যু ঘটান, তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান।
১০ বার
اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ
হে আল্লহ! আমাকে আগুন থেকে রক্ষা করুন।
৭ বার
اللَّهُمَّ اغْفِرْ لِي ذُنُوبِي كُلَّهَا، دِقَّهَا وَجِلَّهَا، وَأَوَّلَهَا وَآخِرَهَا، وَعَلَانِيَتَهَا وَسِرَّهَا
হে আল্লহ! আমার সব গুনাহ ক্ষমা করে দিন—ছোট হোক বা বড়, প্রাচীন হোক বা নতুন, গোপন হোক বা প্রকাশ্য।
১ বার