সুসংবাদ গ্রহণ করুন দুনিয়ার জীবনে এবং অনন্ত জীবনে
﴿وَلَنَبْلُوَنَّكُمْ… وَبَشِّرِ الصَّابِرِينَ﴾
(البقرة ٢:١٥٥–١٥٧)
(البقرة ٢:١٥٥–١٥٧)
“আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব… আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও— যারা বিপদে বলে, ‘নিশ্চয়ই আমরা আল্লহর জন্য এবং আমরা তাঁরই কাছে ফিরে যাব।’ তাদের ওপর রয়েছে তাদের রবের পক্ষ থেকে রহমত ও দয়া; তারাই সৎপথপ্রাপ্ত।” (বাকারা 2:155–157)
এই সুসংবাদ অর্জনের সহজ পথ — সূরহ্ আলে ইমরান 3:31
“বলুন (হে নবী): যদি তোমরা আল্লহকে ভালোবাস, তবে আমাকে অনুসরণ কর; আল্লহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ মাফ করবেন…”
- ফরজ সলাত সময়মতো আদায়; বিপদে “إنا لله وإنا إليه راجعون” পড়া।
- প্রতিদিন ৫–১০ মিনিট কুরআন তিলাওয়াত ও অর্থ ভাবনা।
- দিনে তিনবার শোকরর্গুজারী: সকাল–বিকেল–রাতে ৩টি নি’মা লিখে কৃতজ্ঞতা।
- রাগ/চাপ এলে— নীরবতা ৩০ সেকেন্ড, ওজু, দুই রাকাআত নফল।
- সাপ্তাহিক ছোট দান (যেমন প্রতি জুমা সামর্থ্য অনুযায়ী)।
﴿فَبَشِّرْ عِبَادِ الَّذِينَ يَسْتَمِعُونَ الْقَوْلَ فَيَتَّبِعُونَ أَحْسَنَهُ﴾
(الزمر ٣٩:١٧–١٨)
(الزمر ٣٩:١٧–١٨)
“তুমি আমার সে বান্দাদের সুসংবাদ দাও— যারা কথা শোনে এবং যে কথাটি উত্তম, সেটিই অনুসরণ করে।” (যুমার 39:17–18)
এই সুসংবাদ অর্জনের সহজ পথ — সূরহ্ আলে ইমরান 3:31
নবী ﷺ–এর সুন্নাহ অনুসরণ ও হারাম থেকে বেঁচে থাকা— তাকওয়ার মেরুদণ্ড।
- হালাল-হারাম চেকলিস্ট: আয়ের উৎস, খাবার, দৃষ্টি, ভাষা।
- দৈনিক ১০ মিনিট হাদিস/সীরাহ পাঠ ও জীবনচর্চা।
- রাতে শয্যার আগে ৫ মিনিট আত্মসমালোচনা (মুহাসাবা)।
- সাপ্তাহিক একদিন রোজা (সোম/বৃহস্পতি—সামর্থ্য সাপেক্ষে)।
- বন্ধু-মিলন: নেককার সঙ্গ গ্রহণ, গসিপ এড়িয়ে চলা।
﴿وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا…﴾
(آل عمران ٣:١٦٩–١٧٠)
(آل عمران ٣:١٦٩–١٧٠)
“আল্লহর পথে নিহতদের তোমরা মৃত মনে করো না; বরং তারা জীবিত, তাদের রবের কাছে রিযিকপ্রাপ্ত— এবং তাদের পরবর্তী ভাইদের জন্যও সুসংবাদ পায় যে, তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিতও হবে না।” (আলে ইমরান 3:169–170)
এই সুসংবাদ অর্জনের সহজ পথ — সূরহ্ আলে ইমরান 3:31
নিয়তের শুদ্ধি, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়ানো, প্রাণ-সম্পদ দিয়ে আল্লহর পথে ত্যাগ।
- সাহস তৈরিতে ছোট নেককাজে এগিয়ে যাওয়া: প্রতিবেশীর সহায়তা, স্বেচ্ছাসেবা।
- নিযুক্ত দোয়া: “رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا…” (বাকারা 2:250) প্রতিদিন।
- সাপ্তাহিক নির্ধারিত দান প্রকল্পে অংশগ্রহণ।
- অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও ন্যায্য অবস্থান— আইনসংগত উপায়ে।
- পরিবারে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় নেতৃত্বের চর্চা।
﴿أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ… لَهُمُ الْبُشْرَىٰ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ﴾
(يونس ١٠:٦٢–٦٤)
(يونس ١٠:٦٢–٦٤)
“জেনে রাখো, নিশ্চয়ই আল্লহর ঘনিষ্ঠ বান্দাদের কোনো ভয় নেই, তারা দুঃখিতও হবে না— তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে সুসংবাদ।” (ইউনুস 10:62–64)
এই সুসংবাদ অর্জনের সহজ পথ — সূরহ্ আলে ইমরান 3:31
ভালোবাসা → অনুসরণ → আল্লহর মহব্বত ও ক্ষমা। এটি ‘ওলায়াত’-এর পথে মূল সূত্র।
- সকাল-সন্ধ্যার মাসনূন যিকির (হিসনুল মুসলিম থেকে)।
- প্রতিদিন অন্তত ১টি সুন্নাহ জাগানো (যেমন সালামের প্রচলন, ডান হাতের ব্যবহার ইত্যাদি)।
- সাপ্তাহিক পরিবারিক হালকা তালীম: ২০ মিনিট কুরআন-হাদিস আলোচনা।
- নিয়মিত তওবা ও ইস্তিগফার: ১০০ বার “أستغفر الله”.
- প্রতি রাতে ওয়িতর ও দু’আ-এ-কুনূত— নিষ্কলুষ হৃদয় গঠনে।
﴿وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ…﴾
(البقرة ٢:٢٥)
(البقرة ٢:٢٥)
“আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে— তাদেরকে সুসংবাদ দাও, তাদের জন্য আছে জান্নাত; সেখানে তারা চিরকাল থাকবে।” (বাকারা 2:25)
এই সুসংবাদ অর্জনের সহজ পথ — সূরহ্ আলে ইমরান 3:31
ঈমানকে জীবন্ত রাখা ও সৎকর্মে ধারাবাহিকতা— রাসূল ﷺ–এর সুন্নাহ আঁকড়ে ধরায় সাফল্য।
- পাঁচ ওয়াক্ত সলাত + দৈনিক এক নফল (দুহা/তাহাজ্জুদ—সপ্তাহে ২ দিন হলেও)।
- কুরআন: প্রতিদিন অন্তত ১ পৃষ্ঠা/২ রুকু তিলাওয়াত ও অনুবাদ।
- সদা-সদা ছোট সৎকর্ম: হাসিমুখে কথা, পথ পরিষ্কার, অনলাইনেও সৌজন্য।
- সাপ্তাহিক লক্ষ্য: একটি সুন্নাহ শিখে প্রয়োগ, একটি বদঅভ্যাস ত্যাগ।
- রাতে ২ মিনিট কৃতজ্ঞতা জার্নাল + ২ মিনিট দু’আ তালিকা।