ইয়াতিম তত্ত্বাবধায়ক

আসসালামু আ’লাইকুম ওয়ারহমাতুল্লহি ওয়াবারকাতুহ্
মুহতারম!
আপনি কি একজন ইয়াতীমের তত্ত্বাবধায়ক হতে চান?
ইয়াতীমের তত্ত্বাবধায়ক মানে হলো নির্ধারিত সেই ইয়াতিমের আজীবন পড়াশুনার ব্যয়ভার বহন করা, এবং তাকে স্বাবলম্বী হিসেবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করা। প্রকৃত ইয়াতিম খুঁজে দিয়ে, তাকে দীনি প্রতিষ্ঠানে পড়াশুনা করানোর বিষয়ে সার্বিক সহযোগিতা আমরা স্বেচ্ছা-সেবক হিসেবে আল্লহর সন্তুষ্ঠির জন্য করে থাকি। সুতরাং আপনার ইচ্ছা থাকলে তা বাস্তবে রূপ দিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। উত্তম বিনিময় প্রদানে সবার উপরে আল্লহ্, আমরা তাঁরই নিকট সাহায্য প্রার্থী।

প্রকৃত ইয়াতীমের সন্ধান দিয়েও সহযোগিতা করতে পারেন আমাদেরকে।

আমাদের তত্ত্বাবধানে যে সকল ইয়াতিম সুবিধাভোগ করছেন তাদের তালিকাঃ

নাম প্রতিষ্ঠানের নাম
মোঃ কবির হোসেন মাদরাসাতুল মাদিনা, বগুড়া।
জেরিন (নার্সারী-২০১৯) বড়পাইকের গড়, দিনাজপুর
আবু রাহাত রিহান (বয়স ২+) মায়ের তত্ত্বাবধানে আছে- শাকচর, সদর, লক্ষ্মীপুর।