[প্রত্যেক মুসলিমের জন্য ক্ব-ুরআ-নের কিছু অংশ হলেও মুখস্ত রাখা ফরয]
১। প্রত্যেক দিন নির্ধারিত সময়ে মুখস্ত করুন, এবং ধারাবাহিকতা রক্ষা করুন
উত্তম সময়ঃ ■ ফজরের সলাতের পূর্বে ও পরে ■ আছরের সলাতের পর ■ মাগরিবের সলাতের পর
২। নির্দিষ্ট কুরআন থেকে মুখস্ত করা
উত্তমঃ হাফেজি ক্ব-ুরআ-ন থেকে পড়ুন, এ ক্ব-ুরআনের বিশেষ বৈশিষ্ট’র কারনে মুখস্ত করতে সুবিধা হয়।
৩। মুখস্তের পরিমান/টার্গেট নির্ধারণ করে নিন।
৪। স্বরব/উচ্চস্বরে তিলাওয়াতের মাধ্যমে মুখস্ত করুন।
৫। ১ লাইন/আয়াত ১০বার দেখে পড়ুন, অতপর মুখস্ত করার চেষ্টা করুন
৬। ১ম লাইন/আয়াত মুখস্ত হয়ে ২য় লাইন একই নিয়মে ০বার দেখে পড়ুন, অতপর মুখস্ত করার চেষ্টা করুন
৭। ১ম ও ২য় লাইন মুখস্ত হওয়ার পর একই সাথে উভয় লাইন ৩বার দেখে পড়ুন অতপর একই সাথে মুখস্ত পড়ুন, এভাবে পরিমান বৃদ্ধি করুন…
৮। মুখস্ত করার সময় কোন কঠিন শব্দ আসলে আগের ও পরের শব্দ সহ ৫বার পড়ুন
৯। দীর্ঘমেয়াদী মনে রাখার জন্য প্রতিটি লাইন পুনরায় ২০বার পড়তে হবে
১০। দেখে পড়ার সময় লাইনে আঙ্গুল রেখে মনোযোগ দিয়ে দেখে পড়তে হবে
১১। মুখস্ত হয়ে যাওয়া আয়াতগুলো সলাতের মাধ্যমে তিলাওয়াতের প্রাকটিস করতে হবে, বিশেষ করে শেষ রাতের নফল সলাতে প্রাকটিস করুন
১২। যে পৃষ্টা বা সূরহ্ শুরু করেছেন তা শেষ করার আগে অন্য সূরহ্ বা পৃষ্টা শুরু না করা
১৩। একজন সহীহ হাফিজ ই কুরআন কে শুনানো
১৪। মুখস্ত সূরাগুলো নিয়মিত তিলাওয়াত করতে হবে।
ক্ব-ুরআ-ন মুখস্ত করার জন্য বয়স কোন বাধা নয়, চাই ভালোবাসা ও ইচ্চা ও অধ্যাবসায়…