অর্থপূর্ণ হিফজুল কুরআন কোর্স চালু করবে জরুরী ই’লমি দীন প্রশিক্ষণ ইনস্টিটিউট, আলহামদুলিল্লাহ্।
-হাফিজ ই কুরআনগণ এখন আর অন্ধ থাকবে না; তারা বুঝে তিলাওয়াত করবে, ভারাক্রান্ত হবে, অশ্রুজলে সিক্ত হবে, আবার প্রশান্তিতে উজ্জল হবে; আলোকিত হবে তাদের প্রাণ; আলোকিত করবে শ্রোতার মন; সলাত হয়ে উঠবে জীবন্ত। তারয়ীহ সলাত আর হাস্য-তামাশায় পরিণত হবে না; হবে এক ধৈর্য্যের সাক্ষাত; সুবহানাল্লহ্।