কি?
নিজেকে সর্বোত্তম ব্যক্তিতে পরিণত করার এক ব্যক্তিগত প্রয়াস হলো
‘জরুরী ইলমি দীন প্রশিক্ষণ ইনস্টিটিউট’।
মূলত, কুরআনের শিক্ষা গ্রহণ ও শিক্ষা দান — এই প্রতিষ্ঠানের মূল প্রতিপাদ্য।
কুরআনের প্রকৃত শিক্ষার্জনের মাধ্যমে ব্যক্তি ও পারিবারিক জীবনকে আলোকিত করা, এবং রসূলুল্লাহ ﷺ এর সুন্নাহ্’র প্রকৃত অনুসারী ও অনুরাগী হয়ে নিজেকে ও পরিবারকে দোযখের আগুন থেকে রক্ষা করা — এ প্রচেষ্টার প্রধান লক্ষ্য।
এই প্রশিক্ষণ আনুষ্ঠানিক সলাতকে জীবন্ত সলাতে পরিণত করার মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজকে যাবতীয় অশ্লীলতা ও মন্দ কাজ থেকে নিরাপদ রাখার একটি কার্যকর উদ্যোগ।
মাসজিদের আমানতদ্বারি আবাদে একটি প্রকৃত পদক্ষেপ হলো
‘মাসজিদভিত্তিক জরুরী ইলমি দীন প্রশিক্ষণ’।
শতভাগ কর্মমুখী দীনি শিক্ষার আদর্শ কেন্দ্র —
‘জরুরী ইলমি দীন প্রশিক্ষণ ইনস্টিটিউট’।
কেন?
আল্লহ্র ভালোবাসা ও ক্ষমা লাভের প্রত্যাশায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আপনার মাসজিদে এই কার্যক্রম পরিচালনার জন্য আপনিই যথেষ্ট। শুধু সুন্নাহ্ মোতাবেক জীবন পরিচালনায় উদ্যোগী হতে হবে; প্রাতিষ্ঠানিক যাবতীয় সহযোগিতা আমরা করবো। তদারকি ও পরিচালনা সম্পূর্ণ আপনার আমানতদ্বারিতায় সম্পন্ন হবে।
দল-মত নির্বিশেষে এই প্রকল্প সকল মানুষের কল্যাণ বয়ে আনবে, ইনশাআল্লহ্।
অনলাইন অংশগ্রহণের সুযোগ
প্রতি রাত ৯:১৫ এ Zoom Live এ যুক্ত হতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে!
‘কুরআন থেকে শিক্ষা গ্রহণ’ শীর্ষক লাইভ কুরআন অধ্যায়নে অংশ নিন আজই।